1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
এসএমপি পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
ad

এসএমপি পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১২৬ Time View

সিলেট ব্যুরোঃ

১১/১০/২০২১ খ্রিঃ তারিখ সিলেট এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে সেপ্টেম্বর/২০২১ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ।

সভায় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর)মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার,সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স,বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং,পুলিশের ইমেজ,সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বলী,শৃঙ্খলা-ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ শারদীয় দূর্গা পূজায় ডিউটির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

দিবসের অন্য অংশে বেলা ১২.৩০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২১ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) জনাব মোঃ শফিকুল ইসলাম, কল্যাণ সভায় উপস্থিত সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।

উপস্থিত বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ আইন-শৃঙ্খলা বিষয়ক তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় মূলতবী মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, রেজিস্ট্রার-পত্র হালনাগাদ রাখা, আইনশৃঙ্খলা প্রয়োগ ও মামলা তদন্তে বিজ্ঞ আদালত এবং অন্যান্য পুলিশ ইউনিট।

এর সাথে সার্বিক সমন্বয় রাখা,ট্রাফিক বিভাগ কর্তৃক যথাযথ ভাবে মোটরযান আইনে ব্যবস্থা নেয়া সহ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারগন হলেন উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ কমিশনার(সদর,আইসিটি,ওআরপি) জনাব তানজিল আহমেদ,সহকারী পুলিশ কমিশনার শাহপরাণ(রহঃ) থানা জনাব রুপক কুমার সাহা।

জনাব সৈয়দ আনিসুর রহমান অফিসার ইনচার্জ শাহপরাণ(রহঃ) থানা,পুলিশ পরিদর্শক তদন্ত জনাব ইন্দ্রনীল ভট্রাচার্য রাজন শাহপরাণ(রহঃ) থানা, ইন্সপেক্টর /ডিবি জানাব মোঃ শাহিন মিয়া, ইন্সপেক্টর জনাব মোঃবাবুল হোসেন আরও-আই কেন্দ্রীয় রিজার্ভ,জনাব প্রদীপ কুমার দাশ(কোর্ট) টিআই জনাব নিখিল জীবন চাকমা,ইন্সপেক্টর (সিটিএসভি) জনাব এনামুল মনোয়ার, এসআই জনাব আইন উদ্দিন (সিটিএসভি),সার্জেন্ট নূরল আফসার ভূঁইয়া।

এটিএসআই জনাব মোঃরিপন মিয়া,এসআই জনাব মোঃআঃছামাদ মোল্লা (আরও-১) এসআই জনাব পিযুষ চন্দ্র দেবনাথ(কোর্ট),এসআই/ডিভি জনাব নূর মোহাম্মদ তাপাদার,এসআই জনাব সাইফুল ইসলাম শাহপরাণ(রহঃ) থানা,এএসআই জনাব মোঃ মাসুদ শাহপরাণ(রহঃ) থানা,এএসআই জনাব আনোয়ার হোসেন (প্রশাসন।

বিভাগ)এএসআই জনাব মোঃ জাকির হোসেন (সিটিএসভি), ড্রাইভার জনাবএটিএসআই/জনাব মোঃজাফর ইকবাল ভূঁইয়া ,মটরযান শাখা ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি