1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
আশ্রয়ণ প্রকল্পকে প্রধানমন্ত্রী ইবাদত হিসেবে নিয়েছেন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
ad

আশ্রয়ণ প্রকল্পকে প্রধানমন্ত্রী ইবাদত হিসেবে নিয়েছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬ Time View

আসিফ জাহান

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশের আশ্রয়হীন,ভূমিহীনদের বিনা পয়সায় জমি ও বাড়ি দেয়ার আশ্রয়ণ প্রকল্পকে ইবাদত হিসেবে নিয়েছেন।’

তিনি আরও বলেন,দরিদ্র ও ভূমিহীন মানুষদের জমিসহ বাড়ি তৈরি করে দেয়ার এমন কর্মসূচি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে বিরল।সচিব ‘বিভাগীয়,জেলা উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এই আশ্রয়ণ প্রকল্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমরা সবাই গর্বিত।

ড. আহমদ কায়কাউস আরও বলেন,আমার চাকরি জীবনে অনেক ভালো কাজ করার সুযোগ পেয়েছি,কিন্তু আশ্রয়ণ প্রকল্পের চেয়ে ভাল কাজ জীবনে আর কখনও করিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসব কথা বলেন।

এ সময় সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,মৌলভীবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তানিয়া সুলতানা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোমানা ইসলাম,সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়,মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইসলাম,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালি দত্ত,সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন,কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল প্রমুখ।

ড.আহমদ কায়কাউস আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ঘুরে ঘুরে দেখেন।এতে তিনি আশ্রয়ণ প্রকল্পের ৫০টি ঘরে বসবাসকারী উপকারভাগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।জবাবে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের প্রকল্প এলাকা পরিদর্শনে আসার জন্য ড.আহমদ কায়কাউসকে ধন্যবাদ জানান।

এসময় মুখ্য সচিবের সহধর্মীনি মাফরুহা আহমদ তাঁর সাথে ছিলেন।মুখ্য সচিব আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘরগুলি দেখে এর নির্মাণ কাজের প্রশংসা করেন।পরে মুখ্য সচিব ও তার স্ত্রী মাফরুহা আহমদ প্রকল্প এলাকায় একটি নিম ও একটি আমলকি গাছের চারা রোপণ করেন।মুখ্য সচিবের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন উপলক্ষে প্রকল্পের উপকারভোগীদের জীবন মান উন্নয়নে উপজেলা কৃষি, যুব উন্নয়ন,প্রাণী সম্পদ অফিসের যৌথভাবে গৃহীত বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়। সচিব এসব প্রকল্প কাজের উদ্বোধন করেন।আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জীবন মান উন্নয়নে কৃষি, গবাদী পশু পালন,সেলাই প্রশিক্ষণে এসব প্রকল্প কাজ করবে। এর মাধ্যমে উপকারভোগীরা প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে আত্মকর্মসংস্থানে সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি